• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

যে রেস্তোরাঁয় পুরুষের একা যাওয়া নিষেধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৩:০৪ পিএম
যে রেস্তোরাঁয় পুরুষের একা যাওয়া নিষেধ

পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে রেস্তোরাঁয় গিয়েছেন খাবার খেতে। কিন্তু শুধু পুরুষ হওয়ায় আপনার প্রবেশাধিকারে আছে সীমাবদ্ধতা। রেস্তোরাঁয় খাবার খেতে চাইলে অবশ্যই আপনার একজন নারী সঙ্গীর প্রয়োজন। এমনটি কখনো শুনেছেন কোথাও?

অন্য রকম মনে হলেও এমনই এক রেস্তোরাঁর সন্ধান মিলেছে ভারতের রাজস্থানে। যে রেস্তোরাঁয় খাবার খেতে হলে আপনাকে ‘লেডিজ অনলি’ শর্ত মেলে চলতে হবে।

রাজস্থানের জয়পুরে অবস্থিত এই রেস্তোরাঁর নাম 'গোপী পবিত্র ভোজনালয়'। কেউ এই রেস্তোরায় খাবার খেতে চাইলে অবশ্যই নারীদের সঙ্গে প্রবেশ করতে হবে। শুধু পুরুষের এই রেস্তোরাঁয় প্রবেশ করার অনুমতি নেই।

সম্প্রতি  হর্ষিতা শর্মা নামের এক ভারতীয় নারী মাইক্রোব্লগিং সাইট টুইটারে রেস্তোরাঁয় বসে থাকার একটি ছবি পোস্ট করেন। তার মাথার ওপরে থাকা এয়ারকন্ডিশনারে লেখা ছিল, ‘এখানে নারীদের সঙ্গেই পুরুষদের প্রবেশের অনুমতি রয়েছে।’

ছবির পোস্ট করে ক্যাপশনে হর্ষিতা লেখেন, ‘এই কারণেই আমাকে ডাল-রুটি খেতে রেস্তোরাঁটিতে আনা হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে হর্ষিতার এই পোস্ট নিয়ে বেশ হইচই শুরু হয়। তবে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। একজন লিখেছেন, ‘আপনি সঙ্গে গেলে আমি সুস্বাদু খাবার খেতে পারব।’ অপর একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমি তাহলে ৩০ বছরের সিঙ্গেল পুরুষ হয়ে কীভাবে যাব? এ রেস্তোরাঁ পুরুষদের অপমান করছে।’

কিন্তু রেস্তোরাঁ মালিকদের দাবি, পুরুষদের হেয় করতে নয়, বরং নারীদের প্রতি সম্মান জানাতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

Link copied!