• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

স্ত্রীকে কুপিয়ে মাথায় পানি ঢালেন স্বামী, অতঃপর...


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৬:২৩ পিএম
স্ত্রীকে কুপিয়ে মাথায় পানি ঢালেন স্বামী, অতঃপর...

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জননী রাবেয়া আক্তারকে কুপিয়ে হত্যার পর একই বাড়িতে আত্মহত্যা করেছেন স্বামী রাশেদ মিয়া। 

শনিবার (১২ জুলাই) দুপুরে ১টার দিকে উপজেলার কৈলাটি ইউনিয়নের নক্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদ মিয়া (৩২) ওই গ্রামের পণ্ডিত মিয়ার ছেলে আর নিহত রাবেয়া আক্তার (২৮) একই গ্রামের আলতু মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রাশেদ মিয়া ও রাবেয়া আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। রাশেদ পেশায় কখনো মাছ ধরে বাজারে বিক্রি করতেন আবার বিভিন্ন সময় মানুষের বাসা বাড়িতে দিনমজুরের কাজ করতেন। বছরখানেক ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।

এর জেরে শনিবার দুপুর ১টার দিকে রাশেদ তার স্ত্রীকে ঘরে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। রাবেয়া আক্তার মাটিতে লুটিয়ে পড়লে তাকে ঘর থেকে বারান্দায় এনে মাথায় পানি ঢালতে থাকেন। কিছুক্ষণের মধ্যে রাবেয়া মারা গেলে তিনি আবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। 

এরপর ঘরের ভেতর মাছ ধরার জালের রশি গলায় পেঁচিয়ে আড়ার সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন। 

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী এক যুবক বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির জেরে রাশেদ মিয়া তার স্ত্রীকে ঘরে দা দিয়ে কুপিয়ে বাইরে বারান্দায় এনে মাথায় পানি ঢালেন। পরে রাবেয়ার মৃত্যু নিশ্চিত হলে তিনি ঘরে ঢুকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, মরদেহ উদ্ধার করাসহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!