• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম যে শব্দটি! সংখ্যায় দেড় লাখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৮:৩৭ পিএম
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম যে শব্দটি! সংখ্যায় দেড় লাখ

ভাষার মাধ্যমে ভাব প্রকাশ হয়। ভাষার প্রকাশ হয় শব্দের মাধ্যমে। ছোট-বড় শব্দের সমন্বয়ে ভাষার প্রকাশ ঘটে। ভাষার প্রকাশের এই শব্দ দীর্ঘ হয় কতটুকু। সর্বোচ্চ ৮ থেকে ১০টি শব্দ হতে পারে। কিন্তু একটি শব্দ যদি লাখের উপরে ছাড়িয়ে যায় তখনই তা অবাক করে দেয়। 

ডিকশোনারির তথ্য মতে, বিশ্বের সবচেয়ে বড় শব্দের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৮১৯টি। এটি ইংরেজি শব্দ। যার সঠিক উচ্চারণ কী, তা আজও পর্যন্ত কেউই বলতে পারেননি। কারণ এটি উচ্চারণ করতেও সাড়ে তিন ঘণ্টার মতো সময় লেগে যাবে। এমনকি শব্দটির অর্থ কী তাও কেউ জানেন না।

বিশ্বের সবচেয়ে বড় এই শব্দ হচ্ছে methionylthreonylthreonylglutaminylalanyl…isoleucine। যার মাঝে আরও ১ লাখ ৮৯ হাজার ৮১৯টি অক্ষর রয়েছে।

বিজ্ঞানীরা জানান, শব্দটি এক ধরনের প্রোটিনকে নির্দেশ করে। মানবদেহে প্রায় ২ কোটি প্রোটিন রয়েছে। এই প্রোটিনগুলো অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। এরকমই একটি খুব পরিচিত প্রোটিন হলো টিটিন। এই প্রোটিনের রাসায়নিক নামকে নির্দেশ করে দীর্ঘতম এই শব্দটি। যা ১ লাখ ৮৯ হাজার ৮১৯টি অক্ষর দিয়ে গঠিত।

শব্দটি দীর্ঘ হওয়া তা ডিকশোনারি থেকে বাতিল করা হয়। এখন দীর্ঘ এই শব্দের পরিবর্তি শুধু ‘টিটিন’ব্যবহার করা হয়।

Link copied!