• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঘরেই তৈরি হবে ‘পাস্তা ক্যাসেরোল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ১১:২৬ এএম
ঘরেই তৈরি হবে ‘পাস্তা ক্যাসেরোল’

বাঙালির রান্নাঘর ও রেস্টুরেন্টে বেশ কিছুদিন আগেই ঢুকে পড়েছে পাস্তা। বিশেষ করে উৎসবের আয়োজনের দিনগুলোতে পাস্তার টানে ঘর থেকে বের হয় অনেকেই। বাইরের রেস্টুরেন্টে থেকে স্বাদ নেয় মজাদার পাস্তার।

তবে এবার প্রলোভনে বাইরে পা না বাড়িয়ে ঘরেই তৈরি করে ফেলুন মজার পাস্তা। অল্প উপকরণ আর কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন ‘পাস্তা ক্যাসেরোল’।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন পাস্তা ক্যাসেরোল, তার রেসিপি।

পাস্তা ক্যাসেরোল তৈরি করতে যা যা লাগবে

  • পাস্তা-৫০০ গ্রাম

  • বাটন মাশরুম-২০০ গ্রাম

  • বিন-২০০ গ্রাম (লম্বা করে কাটা)
  • গাজর-২টি (বিনের মতো সরু লম্বা করে কাটা)
  • পেঁয়াজ-১টি (লম্বা করে কাটা)
  • রসুন-৩-৪ কোয়া
  • দুধ-২ কাপ
  • কর্ন ফ্লাওয়ার-ছোট চামচের ২ চামচ
  • চিজ-কুড়ে রাখা, ৬ চামচ
  • নুন, গোলমরিচ, তেল-পরিমাণমতো
  • সয়া সস-১ চামচ

পাস্তা ক্যাসেরোল যেভাবে বানাবেন

প্রথমে একটা পাত্রে পানি নিয়ে তাতে অল্প লবণ দিয়ে কম আঁচে পাস্তাগুলো সিদ্ধ করে নিন। এবার অন্য একটা পাত্রে একইভাবে সিদ্ধ করে নিন বিন আর গাজর। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ ও রসুন। এবার সামান্য লবণ দিয়ে নেড়ে নিন। এরপর দিয়ে দিন বিন, গাজর ও মাশরুম। তারপর দেবেন দুধ।

অন্যদিকে একটা ছোট বাটিতে ২ চামচ দুধ নিয়ে তাতে কর্নফ্লাওয়ার গুলে নিন। কড়াইতে এটি ঢালার সময় ভালো করে নাড়তে থাকবেন। কেননা, দুধ দ্রুত ঘন হয়ে আসবে। এবার চেখে দেখুন লবণ। তারপর গোলমরিচ ও সয়া সস দিয়ে দিন।

সবশেষে দিন পাস্তা। এবার ওভেনে রাখতে পারবেন এমন পাত্রে সব মিশ্রণ ঢেলে দিন। আর ওপর দিয়ে দিন চিজ। তারপর ১০ মিনিট বেক করে নিন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে। ব্যস হয়ে গেল মজাদার পাস্তা ক্যাসেরোল। ঘরের তৈরি রেস্টুরেন্টের স্বাদের খাবার পরিবেশন করে অতিথিকে চমকে দিন।

Link copied!