• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে থাকুন সাবধান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০২:৩৬ পিএম
কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে থাকুন সাবধান

সৌন্দর্য বর্ধন বা প্রয়োজন, কন্টাক্ট লেন্স এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে। ফ্যাশন ছাড়াও চশমার বিকল্প হিসেবেও কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন অনেকে। লেন্স ব্যবহারে যেহেতু চোখ আরও বেশি আকর্ষণীয় দেখায়, তাই কন্টাক্ট লেন্স ব্যবহারে ফ্যাশন সচেতনদের আগ্রহ বেশি। তবে মনে রাখতে হবে, চোখ অনেক সংবেদনশীল একটি অঙ্গ। তাই লেন্স ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতে, যে কারণেই ব্যবহার করুন না কেন কন্ট্যাক্ট লেন্স পরার ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে। লেন্স যত্নের সঙ্গে ব্যবহার করতে হবে যেন চোখ ভালো থাকে, চোখের আরাম হয় ও লেন্স সুরক্ষিত থাকে।

কন্টাক্ট লেন্স কেনার ক্ষেত্রে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে-

• কেনার আগে উৎপাদনের ও মেয়াদের তারিখ অবশ্যই দেখে নিন।

• কন্টাক্ট লেন্স এর সঙ্গে নতুন সলিউশ্যন কিনবেন।

• গায়ের রঙ এর সঙ্গে মানানসই রঙের কন্টাক্ট লেন্স ব্যবহার করুন।

• প্রতিটি কন্টাক্ট লেন্স এর জন্য আলাদা বক্স ব্যবহার করুন এবং অবশ্যই সেটি যেন সলিউশ্যন পূর্ণ থাকে।

কন্টাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে যে সাবধানতা গুলো মেনে চলতে হবে-

• লেন্স পরার আগে অবশ্যই হাত ভালোমত পরিস্কার করে নিন। কন্টাক্ট লেন্সে কখনই নখ দিয়ে তুলবেন না। এতে লেন্স ছিঁড়ে যেতে পারে।

• প্রতিবার ব্যবহারের পর সলিউশ্যন পরিবর্তন করুন।

• লেন্স পরে কখনোই কড়া রোদ অথবা তাপ এ যাবেন না, এতে করে লেন্স গোলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

• লেন্স পরে থাকা অবস্থায় চোখে পানি দেবেন না।

• লেন্স পরে থাকা অবস্থায় চোখে হাত দিয়ে চুলকাবেন না।

• লেন্সে কোনো বালি বা ময়লা ঢুকলে সঙ্গে সঙ্গে লেন্স খুলে ফেলুন।

• ঘুমানোর আগে অবশ্যই লেন্স খুলে ঘুমাবেন।

অনেকে বেশি পাওয়ারের চশমা ব্যবহার করে থাকেন। চশমার পরিবর্তে অথবা লুক পরিবর্তনের জন্য তারাও পাওয়ার কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। সাধারণ কিছু নিয়ম মেনে চলতে পারলে কন্টাক্ট লেন্স ব্যবহার আপনাকে দেবে চশমা থেকে মুক্তি এবং স্টাইলের জন্য পাবেন নতুন লুক। তবে লেন্স ব্যবহারের কারণে চোখে শুষ্কতা, লালভাব, আলোর প্রতি তীব্র সংবেদনশীলতা, এমনকি অস্বস্তির সামান্যতম লক্ষণ দেখলেই চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

Link copied!