• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

হালকা বৃষ্টিতে গরম লাগে কেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০২:১৯ পিএম
হালকা বৃষ্টিতে গরম লাগে কেন?

কখনো মেঘ কখনো বৃষ্টি । কিন্তু বৃষ্টির মধ্যেও গরমের আঁচ কমতে নারাজ। ভ্যাপসা গরম আর ক্ষণিক বৃষ্টির এমন অবস্থায় অনেক এলাকায় এখনো  ব্যাঙের বিয়ে দেওয়ার রীতিও প্রচলিত আছে।

আকাশে মেঘ জমে থাকলে সূর্য আড়াল হয়ে যায়। তাই মেঘাচ্ছন্ন দিনে বা সূর্যের অনুপস্থিতিতে গরম কম লাগার কথা। অথচ ঘটে উল্টোটা। এর পেছনে আছে সহজ একটি ব্যাখ্যা। 

আমরা সবাই জানি, সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়। এই তাপ বিকিরণের মাধ্যমে ধীরে ধীরে ঠান্ডা হয় পৃথিবী। কিন্তু আকাশ মেঘলা থাকলে সেই তাপ পৃথিবীর সীমার ছেড়ে বাইরে বের হতে পারে না। 

ফলে তাপটা মেঘে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে পৃথিবীতেই। কারণ মেঘের তাপ প্রতিফলিত করার ক্ষমতা বেশি। ফলে পৃথিবী ঠান্ডা হবার বদলে আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

আবার মেঘলা দিনে বাতাসের আদ্রর্তাও থাকে অনেক বেশি। ফলে শরীরের ঘামও সহজে শুকাতে চায় না। তাই শরীরে এক অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। এ কারণেই মেঘলা দিনে আমাদের বেশি গরম লাগে।

Link copied!