• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

শিশুদের মিথ্যা বলার প্রবণতা এড়াতে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০২:৪১ পিএম
শিশুদের মিথ্যা বলার প্রবণতা এড়াতে যা করবেন

শিশুরা যখন নতুন কথা বলা শিখে তখন প্রতিটি কথাই আমাদের রোমাঞ্চকর করে আর আমরা আধো আধো কথাগুলো শুনে খুবই আনন্দ পাই। কোনো কোনো ক্ষেত্রে বাচ্চা তার দাবী আদায়ের জন্য নিজের মনের মত বানিয়ে হরেক রকম কথা বলছে বুঝেও তাদের বলা মিথ্য কথাগুলোও আমাদের আদর লাগে। কিন্তু আস্তে আস্তে বড় হবার সাথে সাথে এই মিথ্যা বলার প্রবণতা বেড়ে যায়। অথচ মিথ্যা বলার কারণগুলো থাকে খুবই তুচ্ছ, কারণ বাচ্চারা তো আর ঘটনার গুরুত্ব বুঝে না। কিন্তু আমরা বাবা মায়েরা যদি এই ব্যাপারে সতর্ক না হই তবে এই মিথ্যাগুলোই চিন্তার কারণ হয়ে দাড়াবে। চলুন জেনে কেন বাচ্চারা মিথ্যা বলে1

মিথ্যা বলার কারণ

  • দোষ স্বীকার করলে শাস্তি থেকে বাঁচার জন্য ভয়ে বারবার মিথ্যা বলে।
  • লজ্জা ও অস্বস্তিবোধ থেকে বাঁচতে শিশুরা মিথ্যা বলে।
  • শিশুরা বাস্তবতা ও কল্পনাকে আলাদা করতে পারে না। তাই আট বছর বয়সের আগে শিশু
  • কোন ভিন্ন তথ্য দিলে আমাদের ধরে নিতে হবে এটাই তার বয়স অনুযায়ী স্বাভাবিক।
  • অনেক সময় শিশুরা অন্যদের দেখে মিথ্যা বলা শেখে। 
  • কোন কিছু পাওয়ার জন্য শিশুরা মিথ্যা বলে। 
  • যেসব শিশুরা স্কুলের ছাত্র-ছাত্রী তারা শাস্তি এড়ানোর জন্য গুছিয়ে মিথ্যা বলে।

 

কীভাবে বাচ্চাকে সাহায্য করবেন

  • শিশু সত্য বললে তার সততার জন্য প্রশংসা করুন।
  • শিশুর কাছে সত্য কথা আশা করলে নিজেও তার সামনে সব সময় সত্য বলুন। কথা দিয়ে কথা রাখুন।
  • শিশু মিথ্যা কথা বললে তা সমাধানের ভিন্ন পদ্ধতি খুঁজুন। যেমন, শিশু হোমওয়ার্ক না করে বললো সে হোমওয়ার্ক করেছে। এক্ষেত্রে শিশুকে হোমওয়ার্ক শেষ করতে বলুন ও পরে চেক করুন।
  • শিশুকে সত্য-মিথ্যা বলা নিয়ে ভিন্ন ভিন্ন ইন্সট্রাকশন না দেওয়া। যেমন, একবার সত্য বলতে বলে আবার মাঝেমধ্যে প্রয়োজনে মিথ্যা বলা যায় এ ধরনের তথ্য না দেওয়া।
  • শিশুকে মিথ্যা বলার জন্য কী কী ধরনের শাস্তি দেওয়া হয় এ ধরনের গল্প শুনাবেন না। শিশু যখন দেখবে মিথ্যা বলে সে কোন সুবিধা পাচ্ছে তখন সে শাস্তির কথা ভুলে যাবে।
  • কোন বিষয়ে কথা দিলে তা রাখার চেষ্টা করুন। না রাখতে পারলে কেন রাখতে পারছেন না তা শিশুকে জানান।
  • শিশু মিথ্যা বললে তাকে মিথ্যুক বলে ডাকবেন না। পরিবারে ভেতরে বাইরে অন্যদের সামনে তাকে হেয় করে কথা বলবেন না।
  • সত্য বললে তাকে পুরস্কার হিসেবে কোন উপহার দেওয়া বন্ধ করুন। মনে রাখবেন উপহার দিয়ে কাজ আদায় করার ফলাফল সবসময় ভালো হয় না। পুরস্কার বন্ধ করে দিলে শিশু সত্য বলা বন্ধ করে দেবে।
  • বাচ্চার আত্মমর্যাদা গড়ে তুলতে সাহায্য করুন।
Link copied!