• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,
কালবৈশাখীর সতর্কতা জারি

সারা দেশে বাড়বে ঝড়, কমবে তাপপ্রবাহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৬, ২০২৪, ০১:৩২ এএম
সারা দেশে বাড়বে ঝড়, কমবে তাপপ্রবাহ
কালবৈশাখীর ভয়াল রূপ। ছবি: সংগৃহীত

সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার জন্য এই সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সোমবার (৬ মে) থেকে বৃষ্টিপাত বেড়ে যাবে। ফলে চলমান তাপপ্রবাহ কমে আসবে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, রোববার বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বইয়ে যেতে পারে। এসময় বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারা দেশে কালবৈশাখী ঝড়ের কারণে সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত বেড়ে যাবে। যেসব জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে প্রশমিত হয়ে আসবে।

তাপপ্রবাহ কমে এলে দিন-রাতের তাপমাত্রার ব্যবধান বেড়ে যাবে। রাতের তাপমাত্রা কমবে। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!