• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কন্ডিশনার ব্যবহারে যে বিষয়গুলো খেয়াল রাখবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ১১:৫০ এএম
কন্ডিশনার ব্যবহারে যে বিষয়গুলো খেয়াল রাখবেন

চুল অনেকের কাছে সবকিছুর চেয়েও প্রিয় হয়ে ওঠে। আর সবকিছুর মতোই চুলেরও যত্ন নিতে হয় বেশ ভালোভাবে। কেউ কেউ চুল সুন্দর রাখার জন্য প্রতিদিন শ্যম্পু করে থাকেন। সৌন্দর্য বিশেষজ্ঞরা বলছেন চুল প্রতিদিন ধুতে হয় না। কারণ, চুল প্রতিদিন ধুলে মাথার ত্বক থেকে যে উপকারী তেল বের হয় তা চুলের জন্য উপকারী। অন্যদিকে চুলের যত্নে শুধু শ্যাম্পুই যথেষ্ট নয়। চুল পড়ার সমস্যা বন্ধ করতে কন্ডিশনার ব্যবহার করা জরুরি। কিন্তু কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি ভুল এড়িয়ে চলা প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক।

 

  • কন্ডিশনার বেছে নেওয়ার আগে আপনার চুলের অবস্থা ও ধরন বিবেচনা করুন। কারণ, ভুল কন্ডিশনার ব্যবহারে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে।
  • চুলের গোড়ায় কিংবা মাথার ত্বকে ভুল করেও কন্ডিশনার ব্যবহার করবেন না। এতে মাথার ত্বক তৈলাক্ত হয়ে যাবে। চুলের মাঝ বরাবর থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার ভালো করে ব্যবহার করুন।
  • অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করা যাবে না। চুল কতটা লম্বা সেই অনুযায়ী পরিমাণমতো কন্ডিশনার দিতে হবে। চুলে বেশি মাত্রায় কন্ডিশনার ব্যবহার করলে মাথার ত্বক বেশি তৈলাক্ত হয়ে  যাবে। ফলে চুল ঝরার সমস্যা বেড়ে যেতে পারে।
  • অনেকেই শ্যম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলে যান। চুলের সাইন ধরে রাখা ও রুক্ষতা দূর করতে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত।
Link copied!