• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মুলতানি মাটি ব্যবহারের কয়েকটি উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩, ১২:২২ পিএম
মুলতানি মাটি ব্যবহারের কয়েকটি উপায়

মুলতানি মাটি এমন একটি মাটি, যেটি পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। কিছু কিছু জায়গা আছে যে জায়গায় মুলতানি মাটি সৃষ্টি হয় প্রাকৃতিক ভাবে। ঠিক সেরকম একটা অঞ্চল যেটার নাম ছিল মুলতান শহর, যেটি পাকিস্তানে অবস্থিত। মুলতান শহরে এই মাটির সন্ধান  সর্বপ্রথম পাওয়া গিয়েছিল বলেই এই নামটা সে শহরের নাম অনুসারে মুলতানি মাটি করা হয়েছে। বহুকাল ধরেই রূপচর্চার অন্যতম নির্ভরযোগ্য উপাদান হিসেবে মুলতানি মাটির ওপর ভরসা করে আসছে মানুষ। এছাড়া ত্বকের কালচে দাগ ও ব্রণ দূর করতে মুলতানি মাটির ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন। ত্বকের ওপরের অংশে জমে থাকা তেল, ময়লা এবং টক্সিন দূর করতে মুলতানি মাটির তুলনা নেই। চলুন আজ জেনে নেবো মুলতানি মাটি ব্যবহারের কয়েকটি উপায়-

যেভাবে ব্যবহার করবেন

  • ১ চামচ মুলতানি মাটির সঙ্গে সামান্য হলুদের গুঁড়া আর গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। মুখ ও গলায় এই ফেসমাস্ক লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন পানি দিয়ে।
  • একটি টমেটো পেস্ট করে নিন। এর সঙ্গে মেশান ২ টেবিল চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ লেবুর রস। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ নিমের গুঁড়া মেশান।কয়েক ফোঁটা লেবুর রস দিন। পরিমাণ মতো গোলাপজল দিয়ে পেস্ট তৈরি করুন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে দ্রুত ফল পাবেন। 
  • শসার রসের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকে লাগান। এই মাস্ক রোদে পোড়ার দাগ দূর করে।
  • ওটস ও দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব করুন ত্বক। দূর হবে তেল ও ধুলাবালি।
  • পাকা কলার সঙ্গে মুলতানি মাটি ও মধু মিশিয়ে ব্লেন্ড করে নিন। ত্বকে মিশ্রণটি ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। 
  • সমপরিমাণ মুলতানি মাটি ও চন্দনের সঙ্গে প্রয়োজন মতো পানি মেশান। মসৃণ পেস্ট তৈরি হলে মুখ ও গলার ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • পরিমাণ মতো মুলতানি মাটির সঙ্গে অ্যালোভেরা জেল, গোলাপজল ও ১টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
  • মুলতানি মাটি, বেসন ও গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
Link copied!