• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

শীতের দূষিত বায়ু চুলের ক্ষতি করে যেভাবে, প্রতিরোধে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৫:৫৪ পিএম
শীতের দূষিত বায়ু চুলের ক্ষতি করে যেভাবে, প্রতিরোধে যা করবেন
ছবি: সংগৃহীত

শীতের দূষিত বায়ু শরীরের অন্যান্য অঙ্গের মতো চুলেরও ক্ষতি করে। ধূলাবালি চুলে প্রবেশ করে চুলের ফলিকলগুলিকে ব্লক করে। এতে চুলের স্ক্যাল্প ক্ষতিগ্রস্ত হয় এবং রুক্ষ হয়ে যায়। এছাড়া ধূলাবালি চুলের সংস্পর্শে আসলে খুশকির সমস্যা বেড়ে যায়। এমনকি চুলকানিও হতে পারে।

চুলের ক্ষতি এড়াতে শীতের সময় দূষিত বায়ুর হাত থেকে রক্ষা করতে হবে। ধূলাবালির হাত থেকে চুলকে বাঁচাতে হবে। এ ক্ষেত্রে কী কী করবেন জেনে নিন-

  • শীতে আবহাওয়া শুষ্ক ও রুক্ষ থাকে। এসময় আবহাওয়া শুষ্ক থাকে বলে ধূলিকণা উড়ে বেড়ায়। যার কারণে ঘর থেকে বের হওয়ার সময় নাক মুখ যেভাবে ঢেকে বের হোন তেমনি চুলও ঢেকে রাখতে ভুলবেন না।
  • এসময় আবহাওয়া যেহেতু শুষ্ক থাকে ফলে ত্বকও অনাদ্র হয়ে পড়ে। তাই শীতে বেশি বেশি পানি পান করতে হবে।
  • হেয়ার মাস্ক ব্যবহার করতে ভুলবেন না শীতে। বিশেষ করে ঘরোয়া ভাবে তৈরি হেয়ার মাস্ক চুলের গোড়ায় আর্দ্রতা দিতে সাহায্য করে।
  • সঠিক উপায়ে ওয়েল ম্যাসাজ করুন।
  • নিয়মিত চুল পরিষ্কার করতে হবে। চুল পরিষ্কার রাখলে মাথার ত্বক ধূলাবালি থেকে রক্ষা পাবে। তাই ত্বকের ধরণ অনুযায়ী সঠিক শ্যাম্পু ব্যবহার করে মাথার ত্বক ধুয়ে নিন।
  • চুলে স্টেটনিং বা হিট ব্যবহার করা এড়িয়ে চলুন।
Link copied!