• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

চুলে চুইংগাম আটকে গেছে? জেনে নিন সমাধান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ০৫:২১ পিএম
চুলে চুইংগাম আটকে গেছে? জেনে নিন সমাধান

চুলে কোনোভাবে চুইংগাম লেগে গেলে তা ওঠানো চাট্টিখানি কথা নয়। চুইংগাম এঁটে থাকা চুল হয়তো শেষ পর্যন্ত কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় মাথায় কাজ করে না। কিন্তু খুব সহজেই চুল থেকে চুইংগাম ছাড়ানোর রয়েছে উপায় রয়েছে। চলুন জেনে নিই—

 

  • চুলে আটকে থাকা চুইংগাম ছাড়াতে আটকে থাকা জায়গায় নারকেল তেল, অলিভ অয়েল, পিনাট বাটার মাখিয়ে রেখে দিন। এবার সরু দাঁড়ার চিরুনির সাহায্যে বা আঙুলের সাহায্যে গাম থেকে চুল ছাড়িয়ে নিন।
  • চুলে আটকানো গামের ওপর বরফ ঘষতে থাকুন। ঠান্ডায় গাম শক্ত হয়ে যাবে। চুল থেকে গাম তুলে ফেলা সহজ হবে।
  • একটু বেশি পরিমাণ গায়ে মাখার ট্যালকম পাউডারও ছড়িয়ে দিতে পারেন চিউইং গামের ওপর। পাউডার দিলে গামের চিটচিটে ভাব অনেকটাই কেটে যাবে। চুল থেকে তা ছাড়িয়ে নেওয়া সহজ হবে।
Link copied!