প্রতিদিন রান্নায় যেহেতু হলুদের ব্যবহার করতেই হয়, তাই থালাবাসন, হাঁড়িপাতিলে হলুদের দাগ থাকবে এটাই স্বাভাবিক। তবে মাঝেমাঝে এমন হয় যে, লেগে থাকা হলুদের দাগ উঠতেই চায় না। অনেক চেষ্টার পরেও যখন ওঠে না তখন হাল ছেড়ে দেন অনেকে।
কিন্তু অনেকের জানা নেই বলে এর সমাধান করতে পারেন না। রান্নাঘরেই কিন্তু এর সহজ সমাধান রয়েছে। চলুন তাহলে আজ জেনে নিই হাতের নাগালে থাকা কয়েকটি জিনিস দিয়েই থালাবাসন থেকে হলুদের কড়া দাগ কীভাবে তুলতে হয়-
লেবুর রস
লেবুতে থাকা অ্যাসিডিক উপাদান সহজেই হলুদের কড়া দাগ তুলে দিতে পারে। হালকা কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে হলুদের ছোপ পড়ে যাওয়া থালাবাসনে ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দিন। সারারাত রেখে দিতে সবচেয়ে ভালো। তাহলে বেশি কার্যকরী হবে। সকালে শক্ত স্পঞ্জ দিয়ে জোরে ঘষে নিলেই দাগ উঠে যাবে।
বেকিং সোডা
বেকিং সোডা নেই এমন রান্নাঘর খুব কমই আছে। আপনার রান্নাঘর থেকে সামান্য বেকিং সোডা ও পানি একসঙ্গে গুলিয়ে থালাবাসনে লেগে থাকা হলুদের দাগের ওপর মিশ্রণটি দিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে নিলেই দেখবেন, দাগছোপ চলে গিয়ে ঝকঝক করছে বাসন।
গ্লিসারিন
গ্লিসারিন ত্বক মসৃণ রাখার পাশাপাশি থালাবাসন থেকে হলুদের দাগ তুলতেও সাহায্য করে। দুই কাপ পানির সঙ্গে ১ চামচ গ্লিসারিন এবং ১ চামচ তরল সাবান দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। তারপর বাসন মাজার স্পঞ্জ অথবা সুতির কাপড় সেই মিশ্রণে ভিজিয়ে থালার ওপর ঘষলেই ১৫ মিনিটে দাগ উঠে যাবে।