• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

মানুষ থেকেও এগিয়ে টিকটিকি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১, ০১:১০ পিএম
মানুষ থেকেও এগিয়ে টিকটিকি!

দাঁতের বিবর্তনের নিরিখে স্তন্যপায়ীদের থেকে সাপ বা টিকিটিকি গোত্রের প্রাণীরা অনেকটাই এগিয়ে। সেই সুবাদে মানুষের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে টিকটিকি।বিষয়টি সম্প্রতি প্রমাণিত হয়েছে এক গবেষণায়। 

ন্যাচার কমিউনিকেশনস পত্রিকায় প্রকাশিত নতুন গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষণায় বলছে, ‘কমপ্লেক্স টিথ’ স্তন্যপায়ীদের প্রধান অংশ। কিন্তু এই দাঁত সরীসৃপদের মাধ্যমেও বিবর্তিত হয়েছে।

গবেষকরা বলেন, কোন প্রাণী কী খাচ্ছে, তার ওপরই নির্ভর করে দাঁতের গঠন বা বিবর্তন। উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করায় বিশেষ কিছু প্রাণীর দাঁতের গঠন বিশেষ রকমের হয়।স্তন্যপায়ীদের দাঁতের গঠন কোনোভাবেই সরীসৃপদের মতো হবে না। এছাড়া বিবর্তনের সারণিতে স্তন্যপায়ীরা এসেছেও সরীসৃপের পরে। অর্থাৎ অনেকটা বিবর্তিত ও আধুনিক রূপ হচ্ছে স্তন্যপায়ীরা।

গবেষণায় বিজ্ঞানীরা অবাক করার মতো তথ্যও দিয়েছেন। তারা বলছে, সরীসৃপের দাঁতে স্তন্যপায়ীদের মতো আধুনিকতার ছাপ রয়েছে। ‘কমপ্লেক্স টিথ’ সাধারণত উন্নত প্রাণী স্তন্যপায়ীদেরই থাকে। কিন্তু সরীসৃপদের মধ্যেও এই দাঁতের উপস্থিতি পাওয়া গেছে, যা বিস্মিত করেছে বিজ্ঞানীদের।

 

সূত্র: জিনিউজ

Link copied!