• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

ফুল দীর্ঘসময় সতেজ থাকবে যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৩:৩২ পিএম
ফুল দীর্ঘসময় সতেজ থাকবে যেভাবে

ফুল দিয়ে ঘর সাজাতে কমবেশি সবাই ভালোবাসে। ঘরে পড়ার টেবিলে একটা ফুলদানি থাকবে এটা খুব সাধারণ একটা বিষয়। শৌখিন মনের মানুষ ঘরে ফুলের সুন্দর গন্ধ পছন্দ করে। ঘরে বাহারি ফুলদানিতে ফুল রাখলে ঘরের সৌন্দর্য ভিন্ন মাত্রা পায়। ফুলের সুন্দর গন্ধ ঘরের পরিবেশ বদলানোর পাশাপাশি ভালো রাখে মনও।

কিন্তু বিপাকে পড়তে হয় ফুলদানিতে রাখা ফুল বেশিদিন ভালো থাকে না এই বিষয়টা নিয়ে। ফুল অল্প সময়ে নষ্ট হয়ে যায়। আজকের আয়োজনে আমরা জেনে নেবো ফুল সতেজ রাখার কিছু ঘরোয়া উপায়।

 

ফুলের ডাটা বড় রাখুন: বাহারি গোলাপ ফুল দিয়ে ফুলদানিতে রাখতে কার না পছন্দের। গোলাপ ফুল দীর্ঘসময় তাজা রাখতে পারেন খুব সহজেই। সেক্ষেত্রে গোলাপ ফুলের পুরো কাণ্ডটি না কেটে লম্বা রেখেই পানিতে রাখুন। দেখবেন ফুল বেশিদিন তাজা থাকবে।  

পাতা ছেঁটে ফেলা: ফুলদানিতে ফুল রাখার আগে পাতাগুলো আগে থেকেই ছেঁটে ফেলুন। কারণ পাতা দ্রুত শুকয়ে যায়। পাতা ছাড়া রাখলে ফুল বেশিদিন ভালো থাকে।  

কুঁড়িফুল নির্বাচন: ফুল ফুলদানিতে রাখার জন্য কুঁড়িফুল নির্বাচন করুন। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় ফুলদানি রাখলে ফুল ভাল থাকবে।

পরিষ্কার পানি: পুরনো পানিতে ব্যাকটেরিয়া বেশি জন্মায় বলে ফুলদানির পানি পরিবর্তন আবশ্যক। তাছাড়া তাজা ফুলের উত্তম খাবার হলো পরিষ্কার পানি। প্রতিদিন যদি দুবার করে ফুলদানির পানি বদলানো যায়, তাহলে ফুল অনেক বেশি সময় সতেজ থাকবে।

স্প্রে: গাছ থেকে ছেঁড়ার পর দীর্ঘ সময় ফুলে পানি না দিলে সেটি নেতিয়ে কিংবা শুকিয়ে যায়। এছাড়া ধুলাবালি পড়েও ফুলের স্বাভাবিক সৌন্দর্য বিনষ্ট হয়। সেজন্য প্রতিদিন রাতে ফুলের ওপর স্প্রে করুন। এতে ফুলগুলো সতেজ থাকবে।

সোডা: দীর্ঘ সময় ফুল টাটকা ও সতেজ রাখতে সোডা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তা-ই নয়, ফুলের সুবাস ছড়িয়ে দিতেও সোডার ভূমিকা আছে। এজন্য ফুলদানির ভেতর ২ টেবিল চামচ পরিমাণ সোডা মিশিয়ে দিন।

অ্যাপল সিডার ভিনেগার: ২ টেবিল চামচ চিনি ও একই পরিমাণ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে ফুলদানির ভেতর দিন। তাহলে ফুল অনেক সময় সতেজ থাকবে। দীর্ঘ সময় ধরে ফুল সতেজ রাখতে চিনির ভূমিকা অনেক বেশি। তবে বেশি দিন ধরে এ পানি রাখলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে।

অ্যাসপিরিন: ফুল সতেজ আর প্রাণবন্ত রাখতে অ্যাসপিরিনও ব্যবহার করতে পারেন। এতে ৫-৬ দিন ধরে ফুল ভালো রাখা সম্ভব।

ব্লিচ: ব্লিচ ফুল সতেজ রাখতে সহায়তা করে। এজন্য পানিতে এক চা চামচের ৪ ভাগের এক ভাগ ব্লিচ মিশিয়ে ফুল ভিজিয়ে রাখুন। দেখবেন ফুল দীর্ঘসময় ধরে সতেজ থাকবে।

মাউথ ওয়াশ: মাউথ ওয়াশ কম-বেশি সব বাড়িতেই থাকে। ফুলদানির পানিতে ১ কাপ পরিমাণ মাউথ ওয়াশ মিশিয়ে দিলে ফুল এক সপ্তাহ পর্যন্ত সতেজ থাকে এবং ফুলের কলিগুলো তিন থেকে চারদিন পর ফুটতে শুরু করবে।

ভিনেগার: ব্যাকটেরিয়া ধ্বংস করতে ভিনেগার বেশ উপকারী। ফুলদানির পানিতে ১ চা চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে নিতে পারেন। ফুল দীর্ঘদিন সতেজ থাকে।

Link copied!