• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাধীন কাশ্মীর চায় পাকিস্তানের হুন্দাই, ক্ষুব্ধ ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৭:৩০ পিএম
স্বাধীন কাশ্মীর  চায় পাকিস্তানের হুন্দাই, ক্ষুব্ধ ভারত

ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই অবিভক্ত কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছে ভারত-পাকিস্তানের। আর নিজ ভূখণ্ডের স্বাধীনতার দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে কাশ্মীরিরা।

প্রায় সময়ই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানীদের সঙ্গে ভারতীয়দের বাগবিতণ্ডা দেখা যায়। এবার তারই রেশ দেখা গেল সামাজিক মাধ্যমে।

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের পাকিস্তান শাখার সামাজিক মাধ্যমের পেইজে সম্প্রতি একটি বার্তা প্রকাশ করা হয়। টুইটার ও ফেসবুকে হুন্দাই পাকিস্তান নামের পেইজের এক পোস্টে লেখা হয়েছে, “কাশ্মীরের স্বাধীনতার জন্য আজ ও সর্বদা প্রার্থনা করে যাচ্ছি।” আরেক পোস্টে লেখা আছে, “আমাদের কাশ্মীরি ভাইদের আত্মত্যাগ স্মরণ করা হোক। যাঁরা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছেন।”

পরে নেটিজেনদের তোপের মুখে পড়ে সেসব পোস্ট মুছে দেওয়া হয়েছে। তবে এরপরও ছাড় দেন নি ভারতীয়রা। হুন্দাইয়ের এমন অপেশাদারি আচরণে ক্ষুব্ধ হয়ে তাদের পণ্য বয়কটের ডাক দিচ্ছেন তারা।

সামাজিক মাধ্যমে #BoycottHyundai হ্যাশট্যাগ দিয়ে তাদের গাড়ি কিনতে সবাইকে নিরুৎসাহিত করা হচ্ছে।

বিতর্কের মাঝে হুন্দাই ইন্ডিয়ার টুইটারে এক বিবৃতিতে বলা হয়, “২৫ বছরের বেশি ধরে ভারতীয়দের প্রতি নিজেদের দায়বদ্ধতা বজায় রেখেছে হুন্দাই মোটর। ভারতের জাতীয়তাবাদকে সম্মান জানানোর ক্ষেত্রে অবিচল আছি আমরা।”

তবে সরাসরি বিতর্কের বিষয়ে কোনও মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেনি পাকিস্তান শাখাও। তাই হুন্দাইয়ের প্রতি নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন ভারতীয়রা।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!