যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৪ শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
সিএনএন জানায়, স্থানীয় সময় রোববার ল্যানকাস্টারের একটি বাসা থেকে ৪ শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুদের বাবাকে আটক করা হয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, ‘চার সন্তান ও শাশুড়িকে গুলি করে হত্যা’ করার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
লাশগুলো ট্রাকে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন শিশুদের বাবা গার্মাকাস ডেভিড। পালানোর আগেই পুলিশ তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিৎকার শুনে গিয়ে ঘটনাস্থালে যাওয়া হয়। সেখানে দেখা যায় ফ্লোরে মরদেহগুলো পড়ে আছে। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায়।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগ (এলএসিএসডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লস অ্যাঞ্জেলেসের উত্তরে উচ্চ মরুভূমির অ্যান্টিলোপ উপত্যকার একটি শহর ল্যাঙ্কাস্টারের একটি বাড়ি থেকে ঘাতক গার্মাকাস ডেভিডকে গ্রেপ্তার করা হয়। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ওই ব্যক্তি, তা এখনো জানা যায়নি। পারিবারিক কলহের কারণে এমনটা হতে পারে ধারণা করা হচ্ছে।