বিশ্বের অন্তত ৮৯টি দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনার ডেল্টা ধরনের চেয়েও অনেক দ্রুতগতিতে ছড়াচ্ছে এটি। প্রতি তিনদিন অন্তর দ্বিগুণ সংক্রমণ ধরা পড়ছে বিশ্বজুড়ে।
বিবিসি জানায়, সংক্রমণের উচ্চ হার নিয়ে ইউরোপ ও আমেরিকাতেও উদ্বেগ বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর ব্যবস্থা না নিলে হাসপাতালগুলো বিশাল চাপের মুখে পড়বে। ফরাসি প্রধানমন্ত্রীও দেশটির জনগণকে সতর্ক হতে হুঁশিয়ারি দিয়েছেন।
এখনও পর্যন্ত ইউরোপে সবচেয়ে বেশি ওমিক্রন ছড়িয়েছে যুক্তরাজ্যে। শুক্রবার সেখানে ১৫ হাজার ওমিক্রন সংক্রমন ধরা পড়েছে। এরই মধ্যে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ভ্রমণে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ফরাসি কর্তৃপক্ষ।
ওমিক্রনের প্রকোপে ইউরোপজুড়ে করোনার নতুন ঢেউ ঠেকানোর প্রস্তুতি শুরু হয়েছে। জার্মানি, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসে জারি হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা। বড়দিনকে সামনে রেখেই জনস্বাস্থ্যের সুরক্ষায় কঠিন সব পদক্ষেপ হাতে নিয়েছে বিভিন্ন দেশের সরকার।