করোনার ডেলটা ধরনের সংক্রমণে সমগ্র ইউরোপসহ এশিয়ার কয়েকটি দেশে আবারও ভয়াবহ হয়ে উঠেছে মহামারি। আগামী বছরের মার্চ নাগাদ এসব অঞ্চলে অন্তত ৭ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি জানায়, ইউরোপ অঞ্চলের মোট ৫৩টি দেশে মৃতের সংখ্যা এরই মধ্যে ১৫ লাখ ছাড়িয়ে গেছে। তাই দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এছাড়া ২০২২ সালের মার্চের ৪৯টি দেশের হাসপাতালগুলো নিবিড় পরিচর্যা কেন্দ্র বড় ধরনের রোগীর চাপে পড়বে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
ইউরোপের বেশ কয়েকটি দেশেই দ্রুত করোনা ছড়াচ্ছে। করোনা প্রতিরোধে লকডাউন জারি হয়েছে অস্ট্রিয়াতে। অন্য দেশগুলোও পরিস্থিতি বিবেচনায় নতুন নতুন স্বাস্থ্যবিধি আরোপ করছে।
ফ্রান্স, জার্মানি, গ্রিসসহ বেশ কয়েকটি দেশে শিগগিরই সম্পূর্ণ টিকাপ্রাপ্ত নাগরিকদের জন্য বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে। যদিও টিকানীতি ও লকডাউনের বিরুদ্ধে কয়েকটি দেশে তীব্র প্রতিবাদ দেখা গেছে। নেদারল্যান্ডস আংশিক লকডাউনের বিরুদ্ধে কয়েক দিন ধরেই আন্দোলন চলছে।