গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় রেল সেবা কোম্পানি ও স্থানীয় সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ট্রেন অপারেটর এসএনসিসির পরিচালক মার্ক মায়োঙ্গা এনদাম্বো শনিবার এএফপিকে বলেন, “দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৬১ জন। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। আহত ৫২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।”
প্রাদেশিক গভর্নর ফিফি মাসুকা স্থানীয় গণমাধ্যমকে ৬০ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। মালবাহী ট্রেনটিতে কয়েক শতাধিক যাত্রী বহন করা হচ্ছিল, বলেও উল্লেখ করেছেন মান্যঙ্গা।
মৃতের সংখ্যা বাড়তে পারে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “কিছু লাশ এখনও খাদে পড়ে থাকা বগির মধ্যে আটকা পড়ে আছে।”
মান্যোঙ্গা জানান, ট্রেনটিতে ১৫টি বগি ছিল, যার মধ্যে ১২টি খালি ছিল। এটি দক্ষিণ কঙ্গোর লুয়ালাবা প্রদেশের রাজধানী কোলওয়েজির কাছে লুনেন থেকে যাত্রা করে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে বুয়োফওয়ে গ্রামে এটি লাইনচ্যুত হয়ে পড়ে।