• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ১২:৫৭ পিএম
ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে কলোরাডোর সুপ্রিম কোর্ট। কোর্টের আদেশে বলা হয়েছে, আগামী বছর অঙ্গরাজ্যটিতে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে ট্রাম্প অংশ নিতে পারবেন না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কলোরাডো সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ আদেশ দেন।

বিবিসি জানিয়েছে, এ সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কলোরাডো সুপ্রিম কোর্ট মার্কিন সংবিধানে থাকা বিদ্রোহসংক্রান্ত একটি ধারার কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ধারাটি ব্যবহার করা হলো।

অবশ্য আগামী মাসে আপিল না হওয়া পর্যন্ত কলোরাডো সুপ্রিম কোর্টের এ আদেশটি কার্যকর হচ্ছে না। এ ছাড়া আদেশটি এ অঙ্গরাজ্যের বাইরে প্রযোজ্য হবে না।

আগামী ৫ মার্চ কলোরাডো অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারি হবে। অঙ্গরাজ্যের এ প্রাইমারির ক্ষেত্রে কলোরাডো সুপ্রিম কোর্টের আদেশটি প্রযোজ্য হবে।

Link copied!