• ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২, ২০ সফর ১৪৪৬

এবার ইরান বলল, ‘জবাব দেওয়া হবে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০৪:১৯ পিএম
এবার ইরান বলল, ‘জবাব দেওয়া হবে’

যে কোনো আগ্রাসন হলে জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সোমবার (২৪ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, পরবর্তী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক, দৃঢ় এবং সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে।

বিবৃতিতে কাউন্সিল ইরানি জনগণের ‘সচেতনতা, স্থিতিস্থাপকতা এবং ঐক্য’র প্রশংসা করে বলেছে যে, ‘শত্রুদের পরাজয়’ ইরানিদের ‘দৃঢ় সংকল্প, কৌশলগত ধৈর্য এবং অপমান বা একতরফা আপস মেনে নিতে অস্বীকৃতির’ ওপর নির্ভরশীল।

ইরান এবং তার বাহিনীর ইরানের ওপর আক্রমণের প্রতিশোধ হিসেবে ‘নির্ধারক এবং পরিকল্পিত আঘাত’ প্রদানের জন্যও প্রশংসা করা হয়েছে বিবৃতিতে।

এর আগে এক বিবৃতিতে নতুন করে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে তেহরানে ফের হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

ইসরায়েল কাটজ বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ কারণে তেহরানে শাসকগোষ্ঠীর অবস্থানে আমরা সর্বোচ্চ মাত্রার পাল্টা হামলার নির্দেশ দিয়েছি। যুদ্ধবিরতির যেকোনো লঙ্ঘনের কঠোর জবাব দেওয়া ইসরায়েল সরকারের নীতি। সেই নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!