• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

আসছে চার দেশের নতুন জোট ‘চিপ ফোর’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২, ০৯:২৮ পিএম
আসছে চার দেশের নতুন জোট ‘চিপ ফোর’

বৈশ্বিক চিপ বাজারে চীনকে টেক্কা দিতে নতুন জোট গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আল-জাজিরা জানায়, চিপ ফোর জোটে থাকবে যুক্তরাষ্ট্রসহ প্রযুক্তিপণ্য উৎপাদনে এগিয়ে থাকা দেশ তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও জাপান।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রধান দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি যেন চীনে কোনো এআই চিপ না পাঠায় সেজন্য নির্দেশনা দেয় বাইডেন প্রশাসন।

এছাড়াও যুক্তরাষ্ট্রের মাটিতে চিপ উৎপাদনকারী সব প্রতিষ্ঠানের জন্য ৫২০ কোটি ডলারের প্রণোদনা প্যকেজ ঘোষণা করেছে দেশটি।

চিপ বাজার বিশেষজ্ঞ ক্রিস মিলার বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পকে কেবল যুক্তরাষ্ট্রের কব্জায় রাখতেই এতোসব আয়োজন। পাশাপাশি চীন যেন উন্নত প্রযুক্তির চিপ বানাতে না পারে তার জন্যও সজোরে চেষ্টা চালাচ্ছে দেশটি।

তার মতে এই শিল্পটি ভবিষ্যৎ পৃথিবীর অর্থনীতি, প্রযুক্তি দুনিয়া এবং সামরিক খাতকে নিয়ন্ত্রণ করবে। তাই এই খাতে যার যত দখল, সেই হবে তত ক্ষমতাধর।

উন্নত চিপের ৯০ শতাংশই সরবরাহ করে তাইওয়ান। ফলে  সেরা প্রযুক্তির চিপের জন্য অন্যান্য দেশের মতো চীনকেও তাইওয়ানের ওপর নির্ভর করতে হয়। সাম্প্রতিক চীন-তাইওয়ান উত্তেজনার ফলে চীনে নিজেই এই শিল্পকে চাঙা করে তুলতে পদক্ষেপ নিচ্ছে।

তবে এমনটা হতে দিতে চায় না যুক্তরাষ্ট্র।

Link copied!