• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

নিউজিল্যান্ডের সুপারমার্কেটে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৩, ১২:৫৪ পিএম
নিউজিল্যান্ডের সুপারমার্কেটে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ

সুপারমার্কেটগুলো ফল বা শাকসবজি রাখতে ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড। শনিবার (১ জুলাই) এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। দেশটিতে প্লাস্টিকের বিরুদ্ধে বৃহত্তর সরকারি প্রচারণার অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে অনেক দেশ প্লাস্টিকের ব্যাগের ওপর ফি বা নিষেধাজ্ঞা আরোপ করেছে। সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বেশিরভাগ ক্রেতা ইতোমধ্যেই তাদের নিজস্ব ব্যাগ নিয়ে দোকানে আসছেন।

নিউজিল্যান্ডের পরিবেশ প্রতিমন্ত্রী রাচেল ব্রুকিং বলেছেন, নিউজিল্যান্ড খুব বেশি বর্জ্য, অত্যধিক প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে। ২০১৯ সালে মোটা ব্যাগের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে এক বিলিয়নেরও বেশি প্লাস্টিকের ব্যাগ সংরক্ষণ করা হয়েছে।

আশা করা যাচ্ছে, নতুন পদক্ষেপটির মাধ্যমে প্রতি বছর ১৫০ মিলিয়ন প্লাস্টিক ব্যাগের ব্যবহার রোধ করবে।

পরিবেশ প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা সত্যিই একক-ব্যবহারের প্লাস্টিক প্যাকেজিং কমাতে চাই। আমরা চাই মানুষ তাদের নিজস্ব ব্যাগ আনুক। সুপার মার্কেটগুলো পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগ বিক্রি করছে।

নিউজিল্যান্ডের একটি সুপার মার্কেটের নাম কাউন্টডাউন। প্রতিষ্ঠানটি সারা দেশে ১৮৫টিরও বেশি স্টোর পরিচালনা করে। তারা ইতোমধ্যে পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগ বিক্রি শুরু করেছে।

প্রতিষ্ঠানটি আশা করছে, ক্রেতাদের ফল এবং সবজির জন্য পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার করতে উৎসাহিত করবে।

কাউন্টডাউনের ক্যাথরিন ল্যাঙ্গাবীর বলেন, আমরা জানি পরিবর্তন কঠিন এবং এক্ষেত্রে তাদের একটু সময় লাগবে।

নিউজিল্যান্ড সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন উদ্যোগে গ্রহণ করেছে। গত অক্টোবরে দেশটি ভেড়া এবং গবাদি পশুর মতো খামারের প্রাণীদের দ্বারা উৎপাদিত গ্রিনহাউজ গ্যাসের উপর কর আরোপের প্রস্তাব করেছিল।

যা বিশ্বের প্রথম প্রকল্প হিসেবে ২০২৫ সালের মধ্যে কৃষকদের গ্রিনহাউজ গ্যাস নির্গমনের জন্য অর্থ প্রদান করতে হবে।

Link copied!