• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

পালানোর পর বাশারের বাসভবনে ব্যাপক ‘লুটপাট’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৭:৫২ পিএম
পালানোর পর বাশারের বাসভবনে ব্যাপক ‘লুটপাট’
বাশার আল-আসাদের বাসভবন। ছবি : সংগৃহীত

বিদ্রোহী যোদ্ধারা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল নেওয়ার মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দেশত্যাগের পর দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাসভবনে লুটপাটের ঘটনা ঘটেছে। বাসভবনটি প্রায় সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শত শত মানুষ এলাকাটিতে ভিড় করেছেন।  

রোববার (৮ ডিসেম্বর) সকালে ব্যক্তিগত উড়োজাহাজে তিনি দেশ ছাড়েন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয়দের মতে, লুটপাটকারীরা শহরতলীর লোক, সশস্ত্র বিদ্রোহীরা নয়। তারা অভিযোগ করেন, লুটপাটকারীরা সংস্কৃতি মন্ত্রণালয়ের ভবনে প্রবেশ করে সেখান থেকে জিনিসপত্র চুরি করেছে।

এই লুটপাটের ঘটনাগুলো দামেস্কে শৃঙ্খলার অভাব এবং বিশৃঙ্খলার স্পষ্ট চিত্র তুলে ধরেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে, এই পরিস্থিতি চোর এবং অপরাধীদের জন্য আরও সুযোগ তৈরি করবে।  

একজন প্রত্যক্ষদর্শী লুটপাটের দৃশ্য দেখিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, “এটা খুবই খারাপ। আমি দুঃখিত।”  

এদিকে সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে।

স্থানীয় সময় রোববার বিকেল ৪টা থেকে পরের দিন সোমবার (৯ ডিসেম্বর) ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে বলে জানানো হয়েছে।

Link copied!