আবারও সংঘর্ষে জড়িয়েছেন ভারত ও চীনের সেনারা। সোমবার (১২ ডিসেম্বর) নতুন এই সংঘর্ষের ব্যাপারে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। অরুণাচল প্রদেশে অবস্থিত চীন-ভারত সীমান্তে ৯ ডিসেম্বরের সংঘর্ষে গুরুতর আহত হননি কোনো পক্ষের সেনা।
প্রায় এক বছর পর আবারও উত্তেজনা সৃষ্টি হলো দুই দেশের সেনাদের মধ্যে। বিবিসি জানায়, এর আগে ২০২০ সালে এমন এক সংঘর্ষে অন্তত ২৪ জন সেনা নিহত হন। যার মধ্যে ভারতের সেনা ছিল ২০ জন।
তবে ভারতীয় সেনাবাহিনীর বক্তব্য অনুসারে, তাওয়াং সেক্টরে ঘটা ৯ ডিসেম্বরের সংঘর্ষে ছোটখাটো আঘাাত পেয়েছেন কয়েকজন সেনা। তার মধ্যে ভারতের সেনা আছেন ছয়জন। যদিও এই ঘটনায় চীনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, “সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয় সেনাদের।” এ ছাড়া শান্তি পুনঃস্থাপনে দুই পক্ষের কমান্ডাররা ঘটনার পরপরই বৈঠকে বসেন।
চীন ও ভারতের মধ্যে মোট সীমানা আছে মোট ৩ হাজার ৪৮৮ কিলোমিটার। যার মধ্যে বিতর্কিত ৩ হাজার ৪৪০ কিলোমিটার। এই সীমানাটি ‘লাইন অব একচুয়াল কন্ট্রোল’ নামে পরিচিত। নদী, পাহাড় আর তুষারপাতের কারণে এখানে সীমানাপ্রাচীর বা কাঁটাতারের বেড়ার অস্তিত্বও নগণ্য।
এ ছাড়া অরুণাচল প্রদেশকে চীন তার নিজের অঞ্চল বলে দাবি করে। ফলে মাঝেমধ্যে সীমান্তের দুই পাশে অবস্থান নেওয়া দুই দেশের সেনাদের মধ্যে বাড়ে উত্তেজনা; যা প্রায়ই রূপ নেয় সংঘর্ষে। এমন সংঘর্ষ চলে আসছে প্রায় ৪৫ বছর ধরে।