• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

ইসলাম গ্রহণ করলেন মার্কিন লেখক শন কিং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৩:৪৬ পিএম
ইসলাম গ্রহণ করলেন মার্কিন লেখক শন কিং
শন কিং ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

রমজানের প্রথম দিনে ইসলাম গ্রহণ করেছেন মার্কিন লেখক ও অ্যাক্টিভিস্ট শন কিং ও তার স্ত্রী। সোমবার (১১ মার্চ) সস্ত্রীক ইসলামে প্রবেশের ঘোষণা দেন শন কিং।

শন কিং ও তার স্ত্রীর ইসলাম ধর্ম গ্রহণের সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একজন ইমাম কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে তাদের ইসলামে দীক্ষিত করছেন।

কালেমায়ে শাহাদাত পাঠ করার পর শন বলেছেন, ফিলিস্তিনিদের দেখে অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি ও তার স্ত্রী।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, সোমবার ইনস্টাগ্রামের লাইভে তারা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের কালেমা পাঠ করিয়েছেন শনের ১০ বছরের পুরোনো বন্ধু ও মার্কিন মুসলিম স্কলার ওমার সুলেমানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের ক্যাপশনে শন কিং লিখেছেন, “মাত্রই টেক্সাসের ডালাসে অবস্থিত আমাদের বাসভবনের পার্শ্ববর্তী মসজিদ থেকে ফিরলাম। সেখানে কয়েকজনের উপস্থিতিতে আমরা শাহাদাহ পাঠ করেছি এবং রমজান শুরুর দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।”

শন আরও লিখেছেন, “এই দিনটি খুব সুন্দর ও শক্তিশালী ছিল। আর আমাদের জীবনের জন্য ছিল খুবই অর্থবহ। আমরা কখনো কিছুতেই দিনটি ভুলতে পারব না।”

৪৪ বছর বয়সী শন ফিলিস্তিনের গাজাবাসীকে উদ্দেশ করে বলেন, তার এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে ‘গাজাবাসীর পোহানো গত ৬ মাসের দুর্ভোগ ও যন্ত্রণা’ রয়েছে। এ সময় তিনি ফিলিস্তিনিদের তৈরি কেফিয়াহ রুমাল পরা ছিলেন।

শন কিং একজন মার্কিন লেখক ও অনলাইন  অ্যাক্টিভিস্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে খুব সোচ্চার। গত ৭ অক্টোবর শুরু হওয়া গাজার ওপর ইসরাইলের পৈচাশিক হামলার নিন্দা জানিয়ে অনবরত পোস্ট করে আসছেন তিনি।

Link copied!