• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

দিল্লিতে বায়ু দূষণ পৌঁছেছে চরম পর্যায়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৭:৫৪ পিএম
দিল্লিতে বায়ু দূষণ পৌঁছেছে চরম পর্যায়ে

ভারতের দিল্লি শহর ঢেকে গেছে ধুলো আর কুয়াশায়। ভারি ধোঁয়াশায় দেখা যাচ্ছিল না কয়েক ফুট দূরের জিনিসও। সোমবার (৫ ডিসেম্বর) এমন পরিস্থিতি সৃষ্টি হয় শহরটিতে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ ঘোষণা করা হয়েছে নির্মাণকাজ। দিল্লি ও আশপাশের এলাকায় ব্যক্তিমালিকানায় নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বাতাস পরিষ্কার করতে ছিটানো হয়েছে পানিও।

মূলত নির্মাণকাজের ধুলো, যানবাহনের ধোঁয়া এবং পাশের রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় ফসলের মাঠে আগুন দেয়ার কারণে সৃষ্ট ধোঁয়া বাতাসে উড়ে এসে দিল্লির বায়ুকে এতটা দূষিত করে তোলে।

সোমবার সকালে নগরীর কোথাও কোথাও ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ ৩৫০ থেকে ৪০০ এর মধ্যে ছিল। যা চরম দূষণের পর্যায়ে পড়ে।

যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়াও দিল্লির বায়ু দূষণে বড় ভূমিকা রাখে। কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করতে গত সপ্তাহে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ২০২৭ সাল থেকে দিল্লিতে ডিজেল চালিত অটোরিকশা নিষিদ্ধ করবে।

সবচেয়ে দূষিত বায়ুর নগরীর তালিকায় দিল্লির অবস্থান সব সময়ই উপরের দিকে থাকে। শীত মৌসুমে শুষ্ক আবহাওয়ায় সেখানে বায়ু দূষণ চরম রূপ ধারণ করে। এবছরও যার ব্যতিক্রম দেখা যায়নি।

Link copied!