• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

বাড়ির ছাদ ধসে পাকিস্তানে এই পরিবারের ৯ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৮:৪৭ পিএম
বাড়ির ছাদ ধসে পাকিস্তানে এই পরিবারের ৯ জন নিহত

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলার চিলাস শহরে বাড়ির ছাদ ধসে এক পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। রোববার (৯ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

চিলাসের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর তাজ মুহাম্মদ জানিয়েছেন, শহরের বোনার দাস এলাকায় ফারাজ খান নামে এক ব্যক্তির বাড়ির ছাদ ধসে পড়ে। তার স্ত্রী, চার মেয়ে ও চার ছেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

তিনি বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছাদ ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং লোকজনকে উদ্ধারের চেষ্টা করেন। দুই ঘণ্টা উদ্ধার প্রচেষ্টার পর তারা একে একে মৃতদেহগুলো উদ্ধার করতে সক্ষম হন তারা। ঘটনার সময় বাড়ির মালিক কর্মস্থলে ছিলেন।

Link copied!