• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

পর্তুগালে দেয়াল ধসে ২ বাংলাদেশি নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ০৩:০৬ পিএম
পর্তুগালে দেয়াল ধসে ২ বাংলাদেশি নিহত

পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায় নির্মাণাধীন দেয়াল ধসে বাংলাদেশি দুজন শ্রমিক নিহত হয়েছেন। শহরে হারদাদে ডস গ্রোস এলাকায় এ ঘটনা ঘটে।

পর্তুগালের সংবাদমাধ্যম পর্তুগাল রেসিডেন্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, বেজা শহরে নির্মাণাধীন দেয়াল ধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার তদন্ত চলমান রয়েছে।

রেসিডেন্ট জানিয়েছে, নিহত ওই দুই বাংলাদেশির বয়স ৪৭ এবং ৩২ বছর। তারা সেখানকার একটি কোম্পানিতে কাজ করতেন এবং দেয়ালটি ধসে পড়ার সময় সিভিল কনস্ট্রাকশনের উন্নয়নমূলক কাজ করছিলেন।

নিহত ওই দুজন ব্যক্তি সিলেট বিভাগের। তাদের মধ্যে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষ্ণবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়া গ্রামের সুহেদ আহমদ (৩২) ও মৌলভীবাজার জেলার সদর থানার শাহীন আহমদ (৪৭)।

দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ বর্তমানে বেজার কেন্দ্রীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানোর বিষয়ে মঙ্গলবার (২১ মার্চ) লিসবনে বাংলাদেশি কমিউনিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!