যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের আয়োজন শুরু করেছেন। হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।
ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘বৈঠকগুলোর শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করি। প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে এক বৈঠকের প্রস্তুতি শুরু করি, যার স্থান এখনো নির্ধারিত হয়নি।’
ট্রাম্প জানান, তিনি নিজে ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠক করবেন। ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়া/ইউক্রেনের জন্য শান্তির সম্ভাবনা নিয়ে সবাই খুবই খুশি।’
এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, পুতিন ট্রাম্পকে বলেছেন যে তিনি জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে প্রস্তুত।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউরোপের নেতৃত্বে এবং ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে তিনি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা বিষয়েও আলোচনা করেছেন।’
ট্রাম্প এর আগে বলেছিলেন, ইউক্রেনের দীর্ঘদিনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা রাশিয়ার নেতা প্রত্যাখ্যান করলেও, পুতিন পশ্চিমাদের প্রস্তাবিত নিরাপত্তা নিশ্চয়তায় সম্মত হয়েছেন।