• ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২, ২০ সফর ১৪৪৬

নিরাপত্তা হুমকি মোকাবিলায় ন্যাটো সম্মেলনে ঐতিহাসিক সিদ্ধান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ০৯:২৫ পিএম
নিরাপত্তা হুমকি মোকাবিলায় ন্যাটো সম্মেলনে ঐতিহাসিক সিদ্ধান্ত
ন্যাটো সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি। ছবি : সংগৃহীত

২০৩৫ সালের মধ্যে প্রতি বছর নিজেদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। নতুন নিরাপত্তা হুমকি মোকাবিলায় এ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে জোটটি।

বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

নতুন সিদ্ধান্তের মধ্যে ৩ দশমিক ৫ শতাংশ জিডিপি ব্যয় করা হবে মূল প্রতিরক্ষা খাতে। যেমন, সেনা, অস্ত্র, প্রশিক্ষণ ও প্রযুক্তি উন্নয়নে। বাকি ১ দশমিক ৫ শতাংশ জিডিপি ব্যয় করা হবে নিরাপত্তা-সংশ্লিষ্ট খাতে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালীকরণ।

ন্যাটো নেতারা বলেন, “এ বিনিয়োগের লক্ষ্য হলো ‘গভীর নিরাপত্তা হুমকি মোকাবিলা’, বিশেষ করে রাশিয়ার দীর্ঘমেয়াদি হুমকি ও সন্ত্রাসবাদের ক্রমাগত ঝুঁকি।”

ইউক্রেন প্রসঙ্গে ন্যাটো সদস্যরা ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের অঙ্গীকার করলেও এবারের ঘোষণায় ইউক্রেনের সম্ভাব্য সদস্যপদ নিয়ে কোনো উল্লেখ ছিল না, যা আগের সম্মেলনগুলোতে দেখা গিয়েছিল।

এ সম্মেলনে অংশ নিয়েছেন ন্যাটো জোটের ৩২ সদস্য রাষ্ট্রের প্রধান, ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা এবং ইউক্রেনের প্রতিনিধিরা। 
উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্টজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লায়েন।

এ ছাড়া অংশ নেয় আলবেনিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মন্টিনেগ্রো, নর্থ ম্যাসিডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সুইডেনের সরকার প্রধানরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!