• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

বিশ্বজুড়ে কমেছে করোনায় মৃত্যু-সংক্রমণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৯:০৯ এএম
বিশ্বজুড়ে কমেছে করোনায় মৃত্যু-সংক্রমণ

বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সাড়ে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং নতুন আক্রান্ত হয়েছে তিন লাখের কম মানুষ।

সোমবার (১১ অক্টোবর) সকালে ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৩৭ জন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাড়াল ৪৮ লাখ ৬৬ হাজার ৯৫২ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৩৪১ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ২৩ কোটি ৮৬ লাখ ২৩ হাজার ১২ জনে।

সংক্রমণ তালিকার শীর্ষ রয়েছে যুক্তরাজ্যে। তবে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। 

যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫৭৪ জন এবং মারা গেছেন ৩৮ জন। রাশিয়াতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৬২ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৬৪৭ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণের সংখ্যা কমেছে। দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৯৪ জন এবং মারা গেছেন ৫১৭ জন।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৩ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৮ জন।

Link copied!