• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:৫৬ পিএম
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশে নিয়োগ পাচ্ছেন পিটার ডি হাস। খবর বিবিসি।

শুক্রবার বাইডেন প্রশাসন নবনিযুক্ত এই রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেন। 

নবনিযুক্ত পিটার হাস মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেন। এরপর যুক্তরাজ্য এবং ভারতেও মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পিটার জার্মানিতে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের ইলিনোইস ওয়েসলেয়ান বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন। এরপর লন্ডন স্কুল অব ইকোনোমিকস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

হোয়াইট হাউস সূত্রে জানা যায়, আরও তিনটি দেশে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতে নিয়োগ দেওয়া হয়েছে এরিক এম গারসেতিকে, ফ্রান্সে নিয়োগ পেয়েছেন ডেনিস ক্যাম্পবেল এবং চিলিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বেরনাডেটে এম মিহান। রাষ্টদূত হিসেবে নিয়োগ পেতে সিনেটে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এদিকে ২০১৮ সালের ১৩ নভেম্বর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আর্ল আর মিলার। এবার তার পরিবর্তে দায়িত্ব নিতে যাচ্ছেন পিটার।

Link copied!