• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬

তালেবানের উত্থান ও আফগানিস্তানে ঘটনাবহুল এক মাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০১:০৫ পিএম
তালেবানের উত্থান ও আফগানিস্তানে ঘটনাবহুল এক মাস

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এক মাসে নানা ঘটন-অঘটনের কারণে বিশ্বজুড়েই আলোচনায় ছিল আফগানিস্তান সংকট।

সরকার গঠন, নারী অধিকার নিশ্চিত, সংবাদমাধ্যমের স্বাধীনতা আর সেনা প্রত্যাহারের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে তালেবানদের। একই সঙ্গে দমন করতে হয়েছে বিরোধীদের।

এক মাসে সরকার গঠন হলে আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। বরং ক্ষমতা ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে দলীয় কোন্দল। যদিও এসব খবর অস্বীকার করেছে তালেবান।

প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালানোর পর ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। একদিকে বিমানবন্দরে দেশ ছাড়ার জন্য মরিয়া বিদেশি নাগরিক ও আতঙ্কিত আফগানরা, অন্যদিকে দেশজুড়ে তালেবানবিরোধীদের বিক্ষোভ।

১৭ আগস্ট আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিজয় ঘোষণা করে তালেবান নেতারা। 

১৮ আগস্ট জালালাবাদে তালেবানবিরোধী বিক্ষোভে তিনজন নিহত হন। এরপর ২৪ আগস্ট আফগানিস্তানে খাদ্যসংকটের কথা জানায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।

তালেবানের শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি সত্ত্বেও বিরোধীদের দমন-পীড়নের খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ২০০ জন নিহত হয়। বন্ধ করা হয় কাবুল বিমানবন্দর।

পরদিন মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তানের স্থানীয় জঙ্গিগোষ্ঠী আইএসকে সদস্যদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। যদিও এ হামলায় বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে বলে দাবি করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তালেবানের চাপের মুখে ৩১ আগস্টের মধ্যে মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার হয়। ৩ সেপ্টেম্বর বিরোধী গোষ্ঠী নিয়ন্ত্রিত পানশির উপত্যকার নিয়ন্ত্রণ দাবি করে তালেবান।

৪ সেপ্টেম্বর পুনরায় কাবুল বিমানবন্দর চালু হয়। এরপর
৭ সেপ্টেম্বর নতুন সরকার ঘোষণা করে তালেবান। ১২ সেপ্টেম্বর শপথ নেয় তালেবানের মন্ত্রিসভা। তবে এরপরই দলীয় কোন্দলের খবর ফাঁস হয়।

এক মাসের মধ্যে সরকার গঠন করতে পারলেও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন আর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন এখনো তালেবানের প্রধান চ্যালেঞ্জ।

Link copied!