চার গাড়ি ও হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে রোববার (১৫ আগস্ট) দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পরই পালিয়েছেন তিনি।
তবে এই নেতা কোথায় আত্মগোপন করেছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এমনকি তালেবানও তার খোঁজ করছে বলে জানিয়েছে দলটির এক মুখপাত্র।
রোববার সন্ধ্যায় তালেবান সেনারা প্রেসিডেন্ট ভবন দখলের আগেই দেশ ত্যাগ করেন গনি। তাৎক্ষনিকভাবে রয়টার্স জানায়, সীমান্ত পেড়িয়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তান যাচ্ছেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের এক কর্মকর্তা তার দেশ ত্যাগের খবর নিশ্চিত করলেও, নিরাপত্তা ঝুঁকির কারণে প্রেসিডেন্টের গন্তব্য কোথায় তা জানাননি।
এদিকে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, এই মুহূর্তে উজবেকিস্তান কিংবা তাজিকিস্তানের রয়েছেন আশ্রাফ গনি। তবে তার পরবর্তী গন্তব্য হতে পারে ওমান।
তার সঙ্গে প্রায় ২০০ আফগান কর্মকর্তা রয়েছেন বলে ধারনা করা হচ্ছে। এমনকি সৌদি আরবও তাকে আশ্রয় দিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।
তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি, যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন ‘সাবেক’ প্রেসিডেন্ট আশরাফ গনি। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা না ছাড়লেও তাকে এভাবেই সম্বোধন করছে অনেক সরকারি দপ্তর।
অন্যদিকে বুধবার বিবিসি জানায়, আশরাফ গনি দুবাইতে আশ্রয় নিয়েছেন। আবুধাবিতেই থিতু হচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে। যদিও এ সূত্রের সত্যতা যাচাই করেতে পারেনি ব্রিটিশ সংবাদমাধ্যম।
২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা আশরাফ গনি দুর্নীতি আর ব্যর্থতার কারণে আফগানিস্তানেও গ্রহণযোগ্যতা হারিয়েছেন। তালেবানের হাতে ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পর বিশ্বজুড়েই চলছে তার সমালোচনা।
যদিও সামাজিক মাধ্যমে এক পোস্টে এই নেতা জানান, রক্তপাত এড়াতেই দেশ ছাড়েন তিনি। তবে এই মুহূর্তে কোথায় আছেন, সেই তথ্য উল্লেখ করেননি আশরাফ গনি।