• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কাফিং সিজন


গোলাম রব্বানী
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৬:৪৩ পিএম
কাফিং সিজন

কথা ছিল 
উলুখড়ের নাচন দেখতে দেখতে
আমরা উড়াবো উত্তুঙ্গ ফানুস
অলিগলির ফাঁক গলে
মর্তে নামাবো অকালবোধন
কিন্তু হায়! হায় আমার
আজানুলম্বিত দীর্ঘশ্বাস
শোক–বারি–লাজ ভুলে
আমাকে ডুবালে
খর–তাপ ধুয়ে–নুয়ে
কে কোথায় চলে গেল মধ্যদুপুরে
তবু মনে রেখো জরা-যৌবন, হাসি-কান্নার
আড়ালে আড়ালে দুয়ারে কড়া নাড়ে
কাফিং সিজন   
কাফিং সিজন।। 

Link copied!