করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বজুড়ে টিকা কর্মসূচি এখনো চলমান রয়েছে। ছোট-বড় সবাইকে এখন টিকার আওতায় নানা হচ্ছে। গর্ভধারিণী মা বা সদ্য মা হওয়া নারীদের টিকা নেওয়ার বিষয়ে ছিল নানা বিতর্ক। তবে বিভিন্ন গবেষণা শেষে মায়েদের টিকা নেওয়ার বিষয়ে ইতিবাচক মত দেন বিশেষজ্ঞরা। এরপরই বিশ্বজুড়ে মায়েদের টিকা নিশ্চিতকরণ কর্মসূচি শুরু হয়।
করোনা টিকার কার্যকারিতা নিয়ে নানা গবেষণা চলছেই। এবার নতুন এক গবেষণায় মা ও শিশুদের অ্যান্টিবডি নিয়ে নতুন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তারা জানান, করোনা টিকাপ্রাপ্ত নারীরা বুকের দুধের মাধ্যমে শিশুদের কাছে সার্স-কোভ-২এর অ্যান্টিবডি স্থানান্তর করতে পারেন। এর মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে সন্তানদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তাই স্তন্যপান করানো নারীরা টিকা নেওয়ার পর বাচ্চাদের বুকের দুধ খাওয়াতে পারবেন।
সম্প্রতি অবসট্রিকস অ্যান্ড গাইনোকলোজি নামে একটি জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণায় বিজ্ঞানীরা বলেন, কোভিড-১৯ এমআরএনএ ভ্যাকসিন বুকের দুধ ও বুকের দুধ খাওয়া বাচ্চার মলে কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম হচ্ছে। এই সংক্রান্ত বিভিন্ন পর্যবেক্ষণ করা হয়।
প্রথমবার এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। টিকাপ্রাপ্ত যেকোনো নারীর বাচ্চার মলের নমুনায় সার্স-কোভ-২ অ্যান্টিবডি শনাক্ত করার জন্য বিজ্ঞানীরা প্রথমবারের মতো গবেষণাটি করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে ৩০ জন স্তন্যদানকারী নারী গবেষণায় নাম নথিভুক্ত করিয়েছিলেন। এদের বেশির ভাগই ছিলেন স্বাস্থ্যকর্মী। তারা ২০২১ সালের জানুয়ারি থেকে এপ্রিল এর মধ্যে কোভিড-১৯ এমআরএনএ ভ্যাকসিন গ্রহণ করেন।
গবেষণায় অংশ নেওয়া নারীদের টিকা নেওয়ার আগে তাদের বুকের দুধের নমুনা সরবরাহ করা হয়। তারা তাদের রক্তের নমুনাও দেন। দ্বিতীয় টিকাকরণের ২১ দিন পর শিশুর মলের নমুনা সংগ্রহ করা হয়। বুকের দুধ, শুকনো রক্তের দাগ এবং শিশু মলের নমুনা গবেষণায় ব্যবহার করা হয়।
গবেষণায় দেখা গেছে, দেড় মাস থেকে ২৩ মাস বয়সী শিশুদের মধ্যে অ্যান্টিবডি শনাক্ত করা যাচ্ছে। শুধু তা-ই নয়, যেসব নারী ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ বোধ করেন তাদের শরীরে বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং তাদের শিশুর মলেও প্রচুর অ্যান্টিবডি পাওয়া গেছে।
গবেষণা শেষে বিজ্ঞানীরা জানান, মাতৃদুগ্ধের মাধ্যমে অ্যান্টিবডি স্থানান্তরিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। নারীরা ভ্যাকসিন গ্রহণের পরে স্তন্যপান চালিয়ে গেলে সন্তানও সুরক্ষা পাবে।
সূত্র: হেলদি চিলড্রেন