• ঢাকা
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মুহররম ১৪৪৬

হঠাৎ ধসে পড়ল স্কুলের ছাদ, ৭ শিশু নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০২:০৮ পিএম
হঠাৎ ধসে পড়ল স্কুলের ছাদ, ৭ শিশু নিহত
ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়ারে একটি সরকারি স্কুলের ছাদ ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ৭ শিশু নিহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও বহু শিশু আটকে পড়েছে, যার ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার (২৫ জুলাই) ঝালাওয়ার জেলার মনোহর থানা এলাকার পিপলোদির সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। ক্লাসে সেই সময় পাঠদান চলছিল। ছাদের নিচে বহু শিক্ষার্থী চাপা পড়ে যায়।

ক্লাস চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিকক্ষের ছাদ। ওই সময় প্রায় ৪০-৫০ জন পড়ুয়া ক্লাসে ছিল। ছাদ ধসে পড়ায়, তাদের অনেকই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। 

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় বিকট শব্দ শোনা যায় এবং বাচ্চারা রীতিমতো চিৎকার শুরু করে। দ্রুত গ্রামবাসীরা এসে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে চলে আসে পুলিসও। আহত উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু একটি সরকারি স্কুল বিল্ডিংয়ের এমন জরাজীর্ণ দশা হল কী করে? কার গাফিলতির জেরে তরতাজা কমপক্ষে ৭টি প্রাণ অকালে ঝরে গেল? তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

Link copied!