• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

প্রতিদিন শিশুকে কোন প্রশ্নগুলো করবেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১২:০১ পিএম
প্রতিদিন শিশুকে কোন প্রশ্নগুলো করবেন?

শিশুকে কী কী প্রশ্ন করবেন সেটিও কিন্তু একটি গুরত্বপূর্ণ বিষয়। আপনি যদি একজন অভিভাবক হন, তাহলে শিশুকে শুধু ‘আজকে কী কী করলে, টিচার কী কী বললেন অথবা দুষ্টুমি করেছো কি না’, এমন সব  প্রশ্নের ফ্রেমে আটকে না রেখে একটু ভিন্নতা নিয়ে আসুন। তাহলে আর দিনের পর দিন একই প্রশ্ন জিজ্ঞাসা করার কারণে বাচ্চার মনে বিরক্তিবোধ আসবে না। বরং সে আত্মবিশ্বাসী ও  বুদ্ধিদীপ্ত হয়ে উঠবে। 

 

তাহলে জেনে নিন কোন প্রশ্নগুলো করবেন শিশুকে
 

  • আজকে কি তুমি কোনো নতুন বন্ধু পেয়েছো?
  • তুমি আজ কার সঙ্গে সময় কাটালে?
  • আজকে দিনের সেরা অংশ কী ছিল তোমার?
  • কাউকে খুশি করার জন্য আজ কী কী করেছো?
  • আজ কোনো কিছু কি খারাপ লেগেছে?
  • আজকে তুমি কোন ভালো কাজটা করেছো?
  • আজকে তুমি সাহসী কোনো কাজ করেছো?
  • তুমি আজকে তোমার বন্ধুদের সঙ্গে ভালো আচরণ করেছো তো?
  • তুমি আজকে নতুন কোন বিষয়টি শিখলে?
  • আজকের কোন বিষয়টি তোমাকে আনন্দ দিয়েছে?
  • আগামীকাল তুমি কী কী করার পরিকল্পনা করেছো?
  • তোমার কি মনে হয় আগামীকাল তোমার আরও ভালো কাটবে?
Link copied!