শীতে বড় ছোট সবারই ত্বক শুষ্ক, রুক্ষ হয়ে যায়। এ সময় অন্য সবার মতো নবজাতকেরও ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এ সময় মায়েরা নবজাতকের ত্বক ভালো রাখতে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজ লোশন ও তেল ব্যবহার করে থাকেন। অনেকে মনে করেন তেল নবজাতকের ত্বকের জন্য ভালো নয়।
তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, নবজাতকের গায়ে ক্যামিকেলযুক্ত উপাদানের চেয়ে প্রাকৃতিক উপাদানে তৈরি তেল ব্যবহার করাই ভালো। সেক্ষেত্রে বিভিন্ন রকমের তেলই হতে পারে শিশুর ত্বকের জন্য উপকারী। চলুন জেনে নিই নবজাতকের ত্বকের জন্য কোন কোন তেল ব্যবহার করা যেতে পারে।
- শীতে নবজাতকের ত্বকের জন্য সরিষার তেল উপকারী। কারণ এটি শরীর উষ্ণ রাখে এবং সর্দি-কাশিসহ বিভিন্ন রোগ-ব্যাধি থেকে দূরে রাখে। তবে তেল যেন খাঁটি হয়।
- শিশুর গায়ে অলিভ অয়েল মাখতে পারেন। অলিভ অয়েল শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। তবে শিশুর চর্মরোগ থাকলে এটি ব্যবহার না করাই ভালো।
- অনেকে মনে করেন নারিকেল তেল শুধু চুলের যত্নে ব্যবহার করা হয়, এটি সত্য নয়। শিশুর ত্বক সহজেই এই তেল শুষে নিতে পারে। শীতে ত্বকে মালিশের জন্য এতে চমৎকার উপাদান রয়েছে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল গুণ শিশুর ত্বকের জন্য উপকারী।
- সূর্যমুখী তেল ভিটামিন ই সমৃদ্ধ। এতে পর্যাপ্ত পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, যা শীতকালে শিশুর ত্বকের সুরক্ষায় বিশেষভাবে কাজ করে।
- আয়ুর্বেদিক তেলও ব্যবহার করতে পারেন। আয়ুর্বেদিক তেল শীতে শিশুর ত্বকের রুক্ষতা কমিয়ে আনবে।