• ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২, ১৪ সফর ১৪৪৬

নড়াইলে তিলক্ষেতে পড়ে ছিল মানুষের কঙ্কাল  


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৬:৫৯ পিএম
নড়াইলে তিলক্ষেতে পড়ে ছিল মানুষের কঙ্কাল  
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বিল থেকে এক অজ্ঞাতনামা লোকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলায় দিঘলিয়া ইউনিয়ন মৌজার কোলা এলাকায় বিলের মধ্যে তীলক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় গ্রামে বিলের মধ্যে থাকা তীল কাটতে গিয়ে একটি অজ্ঞাতনামা মানুষের কঙ্কালের হাড় ও মাথার খুলি বিভিন্ন স্থানীয় ছড়িয় ছিটিয়ে আছে দেখেতে পান লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মো. সাখাওত হোসেন নামে এক ব্যক্তি। পরে লোহাগড়া পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই কঙ্কালটি নারী নাকি পুরুষের এর পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি নারীর। আমরা সব থানায় মেসেজ পাঠাচ্ছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Link copied!