• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

অভিনয় শিল্পী সংঘের বনভোজনে তারার মেলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৭:০৯ পিএম
অভিনয় শিল্পী সংঘের বনভোজনে তারার মেলা

‘আজ কোনো কাজ নেই, আজ আমাদের ছুটি’- এমনই শনিবার (১৮ ফেব্রুয়ারি) সারাদিন ফুরফুরে মেজাজে ছিলেন ছোটপর্দার শিল্পীরা। আজ দেশের কোথাও কোনো শুটিং হয়নি। ছোটপর্দার অধিকাংশ শিল্পী চলে আসেন রাজধানীর অদূরে গাজীপুরের একটি রিসোর্টে। এখানে বনভোজনের আয়োজন করেছে অভিনয় শিল্পী সংঘ।

সকাল থেকেই রিসোর্টে শিল্পীদের ভিড় বাড়তে থাকে। একসময় বনভোজন পরিণত হয় শিল্পীদের মিলনমেলায়। বনভোজনের পাশাপাশি অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বনভোজন ও সাধারণ সভায় অংশ নেন মামুনুর রশিদ, শম্পা রেজা, ডলি জহুর, সুর্বণা মুস্তাফা, জ্যোতিকা জ্যোতি, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, শ্যামল মাওলা, সজল, মৌসুমী হামিদ, মানসী প্রকৃতি, দিপা খন্দকার, ঊর্মীলা শ্রাবন্তী কর প্রমুখ।

বনভোজনে অভিনয় শিল্পী সংঘের কমিটির সদস্যরা ছাড়াও সাংবাদিক, প্রযোজক, পরিচালক, সংগীতশিল্পী, কাহিনিকার, গীতিকারসহ ছোটপর্দার সংশ্লিষ্ট অনেকে অংশ নেন।

আয়োজকরা জানান, এবার বনভোজনে প্রায় এক হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। বনভোজনে ছিল ফানুস উড়ানো, র‌্যাফেল ড্রসহ আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী আয়োজন।

Link copied!