ঈদে মুক্তি পেতে যাচ্ছে নায়ক নিরব হোসেন অভিনীত নতুন চলচ্চিত্র ‘শিরোনাম’। বুধবার (২১ মে) সকালে নিরব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সিনেমার পোস্টার প্রকাশের মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।
নায়ক নিরব বলেন, ‘নতুন গল্প নিয়ে আসছি। এখনো অনেক চমক বাকি আছে। সময় হলে সব জানাবে শিরোনাম টিম।’
এদিকে সিনেমার নির্মাতা অনিক বিশ্বাস জানিয়েছেন, ‘ঈদে আসছি আমরা। সেইভাবে সিনেমার কাজ এগিয়ে চলছে। দুই-এক দিনের মধ্যে সবকিছু জানাতে পারব।’
সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে অনিক বিশ্বাস এখনই কিছু বলতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘এটা আমাদের গল্প। যে গল্প দর্শক পর্দায় দেখতে চায়, সেই রকম একটা গল্প থেকে ‘শিরোনাম’ বানানো হয়েছে।’
শিরোনাম চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন বাংলাদেশের সাইফুল শাহীন এবং ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। এই সিনেমার মাধ্যমে অনেক দিন পর প্লেব্যাকে ফিরছেন সংগীতশিল্পী আরেফিন রুমি।