• ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

৪৮ ঘণ্টা কীভাবে কাটল, জেল থেকে ছাড়া পেয়ে জানালেন ফারিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৫, ১০:০২ এএম
৪৮ ঘণ্টা কীভাবে কাটল, জেল থেকে ছাড়া পেয়ে জানালেন ফারিয়া
নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ছাড়া পান চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কারাগার থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি এই অভিনেত্রী। তবে এই সময়ে যারা পাশে ছিলেন, তাদের উদ্দেশে ফেসবুক পেজের এক স্ট্যাটাসে কৃতজ্ঞতা জানিয়েছেন এই নায়িকা।

কারাগার থেকে মুক্তির পর ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া এক ফেসবুক পোস্টে জানান, গ্রেপ্তারের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

নুসরাত ফারিয়া জেল থেকে ছাড়া পাওয়ার পর সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন ৪টা ২০ মিনিটে। তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’

Film actress Nusrat Faria detained at Dhaka airport

বাসায় ফিরে বিকেলে দেওয়া ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।’

সহকর্মী, সংবাদকর্মীসহ সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। আমি সব সময় মনে রাখব, আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’

ফারিয়ার পোস্টটি ফেসবুকে রীতিমতো ছড়িয়ে পড়েছে। ২ ঘণ্টার ব্যবধানে ৭৪ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে, প্রায় ৮ হাজার মন্তব্য জমা পড়েছে। আড়াই শর বেশিবার শেয়ার হয়েছে।

হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়াকে সোমবার আদালত থেকে কারাগারে পাঠানো হয়। পরে মঙ্গলবার সকালে আদালত তার জামিন মঞ্জুর করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। দুপুর ১২টার দিকে জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নুসরাত ফারিয়া

গত রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার কাগজপত্রের তথ্য বলছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)।

গত ৩ মে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি ৩ মে এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলার দুই সপ্তাহ পর গ্রেপ্তার করা হয় নুসরাতকে।

Link copied!