কিংবদন্তি অভিনেত্রী ক্যাথলিন হিউজ আর নেই। সোমবার (১৯ মে) তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তার বন্ধু জন জিগেন গ্রিফিন-আতিল এই খবর নিশ্চিত করেছেন।
১৯৫৩ সালের ত্রিমাত্রিক সায়েন্স ফিকশন ক্লাসিক ‘ইট কামস ফ্রম আউটার স্পেস’ ছবিতে স্বর্ণকেশী নারীর চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন এই অভিনেত্রী। ছবিতে তার একটি প্রোমো ফটো হয়ে উঠেছিল খুবই বিখ্যাত।
সেই নাট্যকার এফ. হিউ হারবার্টের ভাতিজি ক্যাথলিন হিউজের জন্ম লস অ্যাঞ্জেলসে। জন্মনাম ছিল এলিজাবেথ মার্গারেট ভন গারকান। ১৯৪৮ সালে ফক্স স্টুডিওর সঙ্গে চুক্তি করার পর স্টুডিও তার নাম পরিবর্তন করে। তিনি অভিনয় শুরু করেন ছোট ছোট চরিত্রে। যার মধ্যে ‘মাদার ইজ এ ফ্রেশম্যান’, ‘মিস্টার বেলভেদ্রে গোজ টু কলেজ’ ইত্যাদি উল্লেখ্য।
ফক্স ছেড়ে দেওয়ার পর পরিচালক পল হেনরিডের ‘ফর মেন ওয়ানলি’ ছবিতে কাজের সুযোগ পান তিনি। সেখানে লেখক-প্রযোজক ডন ম্যাকগুয়ারের নজরে পড়েন। তার সহায়তায় ইউনিভার্সাল-ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপরই আসে তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘ইট কামস ফ্রম আউটার স্পেস’। এটি তাকে দীর্ঘস্থায়ী খ্যাতি এনে দিয়েছিল।
ছবিটিতে ক্যাথলিন হাত উপরে তুলে চিৎকার করছেন এমন ভঙ্গিতে একটি বিখ্যাত প্রোমো ফটো বিভিন্ন বিজ্ঞাপন, জন্মদিনের কার্ড ও ক্যাম্পেইনে ব্যবহৃত হয় এবং কালজয়ী হয়ে ওঠে।
২০১৯ সালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি তখনো মাত্র ছবির কাজ শেষ করেছিলাম। স্টিল গ্যালারিতে ঢোকার পর ফটোগ্রাফার বলল, ‘হাত উপরে তুলে চিৎকার করো।’ আমি করলাম। এরপর থেকেই সেই ছবি প্রচণ্ড জনপ্রিয় হয়ে গেল। মানুষ সেটা পছন্দ করল এবং সেই ছবি দিয়েই যেন ছবিটা চিরকাল বেঁচে রইল।’
তিনি পরে ‘দ্য গোল্ডেন ব্লেড’ ছবিতে রক হাডসনের বিপরীতে অভিনয় করেন। এই ছবিতেই তিনি প্রথম অনস্ক্রিন চুম্বনের দৃশ্যে যুক্ত হন।
ক্যাথলিন হিউজ ৫৯ বছর ধরে প্রযোজক স্ট্যানলি রুবিনের সঙ্গে দাম্পত্যজীবন কাটিয়েছেন। রুবিন ২০১৪ সালে মারা যান। হিউজ রেখে গেছেন এক কন্যা অ্যাঞ্জি এবং দুই পুত্র মাইকেল ও জনকে। তার আরেক পুত্র ক্রিস আগেই মৃত্যুবরণ করেছেন।