• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে মিকা সিং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ০২:৩৪ পিএম
বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে মিকা সিং
মিকা সিং, ছবি: সংগৃহীত

বিপাকে পড়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মিকা সিং। সম্প্রতি ১৫ কোটি রুপি আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাকে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ব সফরে যাওয়ার কথা ছিল মিকা সিংয়ের। তবে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন মিকা। গলার সংক্রমণে আক্রান্ত জনপ্রিয় এই র‍্যাপার। তাই আসন্ন মিউজিক্যাল বিশ্ব সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক। এই সিদ্ধান্তে গুরুতর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মিকা সিং। জানা গেছে, প্রায় ১৫ কোটি রুপির আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাকে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, বিশ্ব সফরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, বালি, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় শো করার কথা ছিল জনপ্রিয় এই গায়কের।

এদিকে কিছুদিন আগেই বন্ধুকে ৮ কোটি রুপির দুটি ফ্ল্যাট উপহার দিয়ে শিরোনামে এসেছিলেন মিকা সিং। তবে অসুস্থতা মোটেও ভেঙে পড়েননি তিনি। মিকা বলেন, “২৪ বছরের ক‌্যা‌রিয়ারে এই প্রথম আমার স্বাস্থ্যের কারণে আমি শো স্থগিত করেছি। আমি সব সময় খুব সতর্ক থাকি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। শিগগিরই রেকর্ডিং শুরু  করব।”

Link copied!