অভিনেত্রী সংগীতা বিজলানির সঙ্গে সালমান খানের প্রেমের ঘটনা ওপেন সিক্রেট। নব্বই দশকে এ জুটি চুটিয়ে প্রেম করেছেন। সেই প্রেম ভেঙে গেলেও এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে আছে। বুধবার (৯ জুলাই) ছিল সংগীতার জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত পার্টিতে হাজির হয়ে সালমান জানান দিলেন—সত্যি তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রার একটি রেস্তোরাঁয় ৬৫তম জন্মদিন উদযাপন করে সংগীতা বিজলানি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে যোগ দেন সালমান খান। কালো রঙের টি-শার্টের সঙ্গে ডেনিম জিন্স পরেছিলেন সালমান। রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময়ে গম্ভীর দেখায় তাকে। তবে অনুষ্ঠানস্থলের বাইরে এক তরুণ ভক্তকে দেখে তার মেজাজ হালকা হয়ে যায়।
২০২২ সালে বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেন তার বোন অর্পিতা। তাতে হাজির হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় ছিলেন সালমানের প্রাক্তন প্রেমিকা সংগীতা বিজলানি। সেই পার্টিতে সংগীতাকে চুম্বন করতে দেখা যায় সালমানকে।
সালমানের প্রেমিকাদের মধ্যে আলোচিত নাম সংগীতা বিজলানি। এই অভিনেত্রীর সঙ্গে বিয়ের পরিকল্পনাও করেছিলেন সালমান। শুধু তাই নয়, বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেন সালমান। পরে তাদের ব্রেকআপ হয়। এরপর ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে সম্পর্কে জড়ান সংগীতা। ১৯৯৬ সালে বিয়েও করেন তারা। কিন্তু ২০১০ সালে এই দম্পতির ডিভোর্স হয়।