• ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ জ্বিলকদ ১৪৪৬

‘শ্রমিকের পাওনা পরিশোধ না করলে জেলে যেতে হবে মালিকদের’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২১, ২০২৫, ০২:১৪ পিএম
‘শ্রমিকের পাওনা পরিশোধ না করলে জেলে যেতে হবে মালিকদের’
শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহণ উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহণ উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের পাওয়া পরিশোধের জন্য আগামী ২৮ মে পর্যন্ত মালিকদের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সময়ের মধ্যে শ্রমিকদের দেনা-পাওনা পরিশোধ না করলে যেসব মালিকদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে।”

বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রার প্রস্তুতিমূলক সভা করেন উপদেষ্টা। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, “ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি।”

শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহণ উপদেষ্টা বলেন, “শ্রমিকদের বেতন না দেওয়ায় ৫ মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে মামলা হবে। হয় পাওনা শোধ করতে হবে, অন্যথায় জেলে যেতে হবে।”

নৌপথে ঈদযাত্রার বিষয় তুলে ধরে এম সাখাওয়াত হোসেন বলেন, “ঈদে নৌপথের নিরাপত্তায় লঞ্চে অস্ত্রসহ ৪ জন করে আনসার থাকবে। বাল্কহেড ঈদের আগে ও পরে ৩ দিন চলাচল বন্ধ থাকবে।”

Link copied!