• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
অস্কার ২০২৩

সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ১০:৫৬ এএম
সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’

অস্কারের ৯৫তম আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে ‘অ্যাভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ ছবিটি। মোট ১১টি বিষয়ে নমিনেশন পেয়েছিল ছবিটি। তবে ৭টি ক্যাটাগরিতে পুরস্কার জেতে এ ছবি।

বাংলাদেশ সময় সোমবার (১৩ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে এ পুরস্কার ঘোষণা করা হয়।

‘অ্যাভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ মূলত সাই-ফাই অ্যাডভেঞ্চার জনরা এ ছবি। এক চায়নিজ অ্যামেরিকান নারীকে ঘিরে এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে।

এ ছবির চিত্রনাট্যকার ড্যানিয়েল কাউন ও পরিচালক ড্যানিয়েল স্কিনার্ট। দুজনকে একসঙ্গে ডাকা হয়ে থাকে ‘ড্যানিয়েলস’ নামে।

দুই ড্যানিয়েল সেরা ছবির পুরস্কার জিতে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, এবারের নমিনেশন পাওয়া ছবিগুলো ছিল তাদের ‘হিরো’দের দ্বারা নির্মিত। বিজয়ী দুজনই পুরস্কার তাদের পরিবারে উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।

এবারের অস্কার অনেক কারণেই ব্যতিক্রম। বিশ্ব সিনেমা ইন্ডাস্ট্রি যে বাঁক বদলের পর্যায়ে আছে। ‘অ্যাভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ সেরা ছবির পুরস্কার জেতা যেন এরই প্রমাণ।

এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল উইয়েহ।

Link copied!